পুনরায় লংমার্চ শুরুর ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, ওয়াজিরাবাদের যেখানে আমাকে গুলি করা হয়েছিল সেখান থেকেই মঙ্গলবার ইসলামাবাদের দিকে পুনরায় লংমার্চ শুরু হবে।
আজ রবিবার (৬ নভেম্বর) ইমরান খান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওয়াজিরাবাদে যেখানে আমাকেসহ আরও ১১ জনকে গুলি করা হয়েছিল, যেখানে মোয়াজ্জেম নিহত হয়েছেন- সেই একই জায়গা থেকে মঙ্গলবার পুনরায় আমাদের লংমার্চ শুরু হবে।
তিনি আরও বলেন, আমি ওয়াজিরাবাদ থেকেেই (লাহোরে) এই লংমার্চের ভাষণ দেব এবং আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে আমাদের লংমার্চ রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে। লংমার্চ সেখানে পৌঁছানোর পরে আমি তাতে যোগ দেব এবং নিজেই নেতৃত্ব দেব।