শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আমেরিকা-দক্ষিণ কোরিয়ার মহড়া; ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। চলতি বছরে দেশটি অন্তত ৪০টি মিসাইল উৎক্ষেপণ করেছে। নতুন মিসাইল উৎক্ষেপণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে মিসাইলগুলো ছোড়া হয়।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধ না হলে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। এর একদিন পরই দুই দফায় পিয়ংইয়ং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উলেউংদোতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

গত সোমবার থেকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়াটি শুরু হয়। এটি শেষ হবে শুক্রবার। “ভিজিল্যান্ট স্টর্ম” নামে যৌথ মহড়ায় দুই দেশের শত শত যুদ্ধবিমান অংশ নিয়েছে। সোমবার থেকে বিরামহীনভাবে এগুলো শক্তি প্রদর্শন করছে।

সূত্র: বিবিসি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img