ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার ২৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন।
শুক্রবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাদিরভ বলেছেন, রুশ সেনাদের ওপর হামলা ও হতাহতের এই ঘটনাটি ঘটেছে ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে।
রমজান কাদিরভ বলেন, ঘটনাস্থলে সকল উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং মৃত ও আহতদের তালিকাও চূড়ান্ত হয়েছে। ইউক্রেনের হামলায় ২৩ জন সেনা নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।
কাদিরভ আরও বলেন, হ্যাঁ, সেদিনের ওই হামলায় আমাদের ক্ষয়ক্ষতি ছিল অনেক, কিন্তু চেচেনরা জিহাদে অংশ নিচ্ছে… এবং যদি তাদের পবিত্র যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ হয়, তাহলে এটা প্রত্যেক সত্যিকারের মুসলমানের জন্য সম্মান ও আনন্দের বিষয়।
সুত্র: রয়টার্স