সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) দ্বারা নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলের স্কুল ছাত্রীসহ প্রায় সব এলাকায় নেকাব (মুখ ঢেকে) পরিধান নিয়ে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) স্থানীয় সংবাদ সংস্থা “আরাম”-এর সূত্রে এই তথ্য জানা যায়।
এসডিএফ-এর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে স্কুল চলাকালীন সময়ে ছাত্রীদের নেকাব পরা নিষিদ্ধ করা হয়েছিল। তারপর ছাত্ররা এবং তাদের পরিবারগুলো জোর দিয়ে বলে যে, নেকাব পরিধান করা মহিলা বা ছাত্রীদের একমাত্র পছন্দ এবং অধিকার।
অবিলম্বে নেকাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভরত জনতা বলেন, কারাবন্দীদের মুক্তি, সেখানের পরিস্থিতি উন্নতি, খাদ্যের সঙ্কট দূর করা, শ্রমিক ও শিক্ষকদের মজুরি বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের উন্নতির জন্য তাদের কাজ করা উচিত। অথচ তারা নিকাব নিয়ে পড়ে আছে।
এসডিএফ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জনগণ খাদ্যের ঘাটতি এবং কম মজুরিতে ভুগছে। জনজীবনে তৈরি হয়েছে অস্থিরতা। নিরাপত্তা বিশৃঙ্খলা ছাড়াও যারা সেখানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তাদেরকে গ্রেফতার করছে সিরিয়া ডেমোক্রেটিক ফোর্স।