শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আগামী ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার সরকার চলবে : মীর নাছির

১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার সরকার চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার সরকার চলবে। যারা খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর হুমকি দিচ্ছেন, ১০ ডিসেম্বরের পর তাদের খুঁজে পাওয়া যাবে না। চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হলো।

বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ, পাঁচ নেতা হত্যাকাণ্ডের বিচার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

সমাবেশে বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনার পতন হবে। খালেদা জিয়ার মুক্তি হবে। তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img