শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

সংসদ সদস্য এ্যানি রহমান মারা গেছেন

সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানি রহমান মারা গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান তিনি।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল বুধবার এ্যানী রহমানের লাশ দেশে নিয়ে আসা হবে। এরপরে পিরোজপুর নিয়ে তার নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে ফেসবুকে শিক্ষামন্ত্রী লেখেন, তিনি (এ্যানি রহমান) আমার কাছে ছিলেন চাচি। আল্লাহ চাচিকে বেহেশত নসীব করুন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করছি। শেখ হাফিজুর রহমান চাচাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাই।

দীপু মনি আরও লেখেন, জাতীয় সংসদের লবিকে আদর-উচ্ছ্বসে ভরিয়ে রাখতেন। নিজ এলাকার মানুষের জন্য তার ছিল অপার ভালোবাসা। তাদের উন্নয়নের জন্য কী কী করবেন তা নিয়ে ভাবতেন। মন্ত্রীদের অনুরোধ করতেন। চাচির মতো সদাহাস্যময়ী ও স্নেহপ্রবণ মানুষ কমই হয়। অনেক স্নেহ পেয়েছি তার কাছ থেকে। আমি ঋণী হয়ে রইলাম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img