আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে পশ্চিমা দেশগুলোর মধ্যে জ্বালানি ও খাদ্য সংকট নিয়ে উদ্বিগ্নতা বেড়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, “শীত মৌসুম আসন্ন। জ্বালানি ও খাদ্য সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে পশ্চিমে। কিন্তু এই নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই।”
আজ (১০ অক্টোবর) সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।
ইউরোপীয় সম্মেলনে যোগ দিতে গত সপ্তাহে চেকের রাজধানী প্রাগ সফর করেন এরদোগান। সম্মেলনে যোগদানকারী অনেক পশ্চিমা নেতাই তাকে আসন্ন শীত মৌসুম নিয়ে উদ্বেগ জানিয়েছেন বলে জানান এরদোগান।
এরদোগান বলেন, “আমি এসব (উদ্বেগ) শুনেছি… নেতারা শুধু (বর্তমান) মুহূর্ত নিয়েই ভাবছিলেন। দুর্ভাগ্যবশত, তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উন্নয়নকে সাধারণ জ্ঞান দিয়ে মূল্যায়ন করছিলেন না।”
এরদোগান আরো বলেন আফ্রিকা হতে এশিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের খাদ্য সামগ্রী পৌঁছাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তিনি বলেন, গত জুলাইয়ে চুক্তি স্বাক্ষরের পর তুরস্কের মধ্যস্ততায় কৃষ্ণ সাগরের ৭০ লক্ষ টন ইউক্রেনিয় খাদ্য শস্য বিশ্ব বাজারে পৌঁছেছে।
কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনিয় খাদ্য শস্য রফতানির জন্য তুরস্ক, জাতিসংঘ, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গত ২২ জুলাই একটি ইস্তানবুকে চুক্তি স্বাক্ষরটি হয়। গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনিয় খাদ্য শস্য রফতানি বন্ধ ছিলো।
সূত্র : মিডল ইস্ট মনিটর