শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

মুলায়েম সিং যাদব মারা গেছেন

ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ উত্তরপ্রদেশ সাবেক ৩ বারের মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়েম সিং যাদব (৮২) মারা গেছেন।

তিনি গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েক দিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন।

সোমবার সকালে ভেন্টিলেশন খুলে দিয়ে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসাধীন রোববার হঠাৎ করে মুলায়েম সিং যাদবের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়েম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ মেয়াদে এ দায়িত্বে ছিলেন তিনি।

১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন দেবগৌড়া সরকারের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি।

২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদ সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত যাদব নেতা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img