ইসলামী ধারার শিল্পী গোষ্ঠী কলরবের নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন ইসলামী সঙ্গীত শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান উজ্জ্বল।
আজ (৭ অক্টোবর) শুক্রবার সকালে পুরানা পল্টনে কলরব কার্যলয়ে অনুষ্ঠিত সরাসরি ভোটের মাধ্যমে নির্বাহী পরিচালক নির্বাচন করা হয়। ভোট চলে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। সংগঠনের ৩০৫ জন স্থায়ী সদস্যের মধ্যে থেকে ২৩২ জন ভোট দান করেন।
নির্বাহী পরিচালক পদে প্রতিদন্ধিতা করেছেন মুহাম্মদ বদরুজ্জমান উজ্জ্বল ও আবু রায়হান।