শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

লেবার পার্টির একাংশের সঙ্গে সংলাপে বিএনপি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী যুগপৎ আন্দোলন করার লক্ষ্যে সমমনা বিরোধী দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে বিএনপি।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ অক্টোবর) নিষ্ক্রিয় ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির একাংশের সঙ্গে সংলাপ করছে বিএনপি।

সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ শুরু হয়। সংলাপে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম রাজু, আলাউদ্দিন আলী, জহিরুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।

এর আগে দ্বিতীয় দফায় চলতি মাসে কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (কাজী জাফর) ও এলডিপির সঙ্গে সংলাপ করেছে বিএনপি। আর প্রথম দফায় ২৩টি দলের সঙ্গে সংলাপ করে বিএনপি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img