শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

প্রবাসীদের দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের প্রতি দেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি দুর্নীতি, অনিয়ম এবং বিএনপি সরকারের দুঃশাসন তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯শে সেপ্টেম্বর) আমেরিকার ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশিদের জানা উচিত, তারা (বাংলাদেশিরা) যারা এখন বিদেশে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে তৎপর, তারা তাদের দেশে কী অপরাধ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকার কারণে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল দেশের মর্যাদা পাচ্ছে। তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

নির্বাচন সম্পর্কে শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি ও তার দল দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেছে এবং মানুষ এখন স্বাধীনভাবে তাদের ভোট দিতে সক্ষম হয়েছে। উল্টো বিএনপি নানাভাবে নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে ভূয়া ভোটার তৈরি এবং ভোটের দিনে সন্ত্রাসীদের সাথে জড়িতদের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ।

তিনি বলেন, গত সংসদ নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে বিএনপি ৭০০ জনকে মনোনয়ন দিয়েছিল এবং আসন বাণিজ্যের কারণে মানুষ তাদের ভোট দেয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img