শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভৈরবে সড়ক ও এলাকার নাম পরিবর্তন করায় মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ

ভৈরবে বঙ্গবন্ধু সরণি এবং কমলপুর মোল্লাবাড়িসহ আমলাপাড়ার নাম পরিবর্তনের প্রতিবাদে পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাছে কমলপুর মোল্লাবাড়ির মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে প্রায় ৫ শতাধিক লোক অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ সিরাজুল ইসলাম আঙ্গুর মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- ভৈরব চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মাদ মোশাররফ হোসেন, বিল্লাল হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সজিব মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ তার মনগড়া মতে বঙ্গবন্ধু সরণি এবং কমলপুর মোল্লাবাড়ী ও আমলাপাড়ারসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক, অলিগলির নাম পরিবর্তন করেছেন। এতে বিপাকে পড়েছেন মানুষজন। শত বছরের অধিক আগের বাপ-দাদার অর্জনের নাম এবং এলাকার ঐতিহ্যবাহী বাড়ি কমলপুর মোল্লাবাড়ি। কিন্তু মেয়র তার ইচ্ছামতো বাড়ির নাম পরিবর্তন করে পশ্চিমপাড়া করেছেন। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন সার্টিফিকেট এবং ব্যবসায়িক লাইসেন্স নবায়ন নিয়ে হয়রানির শিকার হচ্ছেন তারা। একই সাথে ভোটার আইডি কার্ডে এবং পাসপোর্টে মোল্লাবাড়ির নামে উল্লেখ থাকলেও পৌর মেয়র নাগরিক সনদপত্রে মোল্লাবাড়ি না লেখায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন তারা।

এছাড়াও ভৈরবের দুর্জয় মোড় থেকে বাজারে প্রবেশের প্রধান সড়কের নাম বঙ্গবন্ধু সরণি হিসেবে পরিচিতি থাকলেও পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ তার নিজের নামে নামকরণ করছেন। বিষয়টি খুবই লজ্জাকর। তাই আগামী এক সপ্তাহের মধ্যে নাম পরিবর্তন না করলে পৌরসভা ঘেরাও, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দেবেন বলেও হুশিয়ারি দেন বক্তারা।

এর আগে রোববার সকালে আমলাপাড়ার নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় লোকজন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img