শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে প্রতারণাকালে গ্রেফতার ১

বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়ে প্রতারণার সময় ইশতিয়াক মাহমুদ অভি (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৭০/৪২০ ধারায় মামলা দিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার এসআই সোহেল রানা জানান, প্রতারক ও ভবঘুরে ইশতিয়াক মাহমুদ অভি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় বসবাস করেন।

জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে অভি শহরের বাদুড়তলায় তিব্বতের মোড় সোনা মিয়া লেনে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিলেন। গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তিনি নিজেকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরিচয় দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। নিজের কাছে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত পরিচয়পত্রও দেখান। পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে অভি নিজেকে প্রতারক বলতে বাধ্য হলে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img