শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সুনামগঞ্জে সড়ক নির্মাণের ২ লাখ টাকা আত্মসাত : ইউপি সদস্য কারাগারে

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামে সড়ক নির্মাণের দুই লাখ টাকা আত্মসাতের ঘটনায় অভিযোগকারীর ওপর হামলার মামলায় ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সম্প্রতি আমির হোসেন জুনেদ বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গত বুধবার (০৯ ডিসেম্বর) বরখাস্ত ইউপি সদস্য সুমন আদালতে হাজির হলে বিচারক খালেদ মিয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে আলমপুর মছদ্দরের বাড়ি হতে ভুলনের বাড়ি পর্যন্ত রাস্তার মাটি ভরাট প্রকল্পে কাজ না করে সরকারের বরাদ্দ দুই লাখ টাকা আত্মসাত করেন প্রকল্পের সভাপতি সুমন। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর আলমপুর গ্রামের সুজনুল ইসলামের ছেলে জুনেদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই লিখিত অভিযোগ দেন।

এ ঘটনা তদন্তে প্রমাণিত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সুমন বহিষ্কৃত হন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img