শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিক্ষোভ দমনের নামে শিশুদের উপর ভয়ানক মারণাস্ত্র ব্যবহার করছে ইহুদিবাদী ইসরাইল

ইনসাফ | নাহিয়ান হাসান


বিক্ষোভ দমনের নামে ফিলিস্তিনি শিশুদের উপর ভয়ানক মারণাস্ত্র ব্যবহার করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (৯ ডিসেম্বর) শিশুদের অধিকার রক্ষা বিষয়ক বেসরকারী সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের এর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে আসে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভ দমনে ইহুদিবাদী ইসরাইল রুগার ১০/২২ এর মতো ভারী মারণাস্ত্র ব্যবহার করে। এমনকি শিশু হত্যার মতো মারাত্মক অপরাধ সংঘটনের ক্ষেত্রেও তারা সেই মারণাস্ত্র ফিলিস্তিনি শিশুদের উপর ব্যবহার করে!

যার সর্বশেষ উদাহরণ হল, ১৪ বছর বয়সী ফিলিস্তিনি শিশু আলী আয়মান আবু-আলায়া, যাকে শুক্রবার (৪ ডিসেম্বর) দখলকৃত পশ্চিম তীরে বিক্ষোভ দমনের নামে গুলি চালিয়ে শহীদ করেছিল ইহুদিবাদী ইসরাইলের সেনারা।

তাছাড়া, আলী আয়মান আবু-আলায়া হত্যার ঘটনা এটাকেও জোরালো ভাবে প্রমাণ করে যে, ইহুদিবাদী ইসরাইল কর্তৃক শিশুদের উপর মারণাস্ত্র ব্যবহৃত না হওয়ার দাবী নিরেট মিথ্যা।

শিশুদের অধিকার রক্ষা বিষয়ক সংস্থা (ডিসিআইপি) এর সংগৃহীত তথ্যানুযায়ী রামাল্লা শহরের উত্তরে আল মুঘায়ীর গ্রামে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ দখল বিরোধী বিক্ষোভকারী ফিলিস্তিনি যুবকদের দমন করতে তাদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে। এসময় ইসরাইলের সেনারা শিশু আবু আলায়াকেও লক্ষ্য করে গুলি ছুড়লে পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে জখমী হয়ে পরে সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মারাত্মক জখমের কারণে শহীদ হয়ে যায় এই ১৪ বছর বয়সী ফিলিস্তিনি শিশু।

এবছর আন্তর্জাতিক আইন সংস্থাগুলোর প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, শুধুমাত্র গুলিবিদ্ধ করেই ১৩ থেকে ১৭ বছর বয়সী ৮ জন ফিলিস্তিনি শিশুকে এবছর শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল!

সূত্র: ইয়েনি শাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img