শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

শিক্ষামন্ত্রী পরিবর্তন করেছে আফগান সরকার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিক্ষামন্ত্রীসহ জাতীয় ও প্রাদেশিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছেন সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন শাইখুল হাদিস মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।

শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা হাবিবুল্লাহ আগা। আর সাবেক শিক্ষামন্ত্রী মাওলানা নুরুল্লাহ মুনিরকে কেন্দ্রীয় দারুল ইফতার প্রধান করা হয়েছে।

দারুল ইফতার বর্তমান প্রধান মাওলানা মুলুক শাহ কান্দাহার উলামা কাউন্সিলের প্রধানের দায়িত্ব পেয়েছেন।

উপ স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা মুহাম্মাদ মোহসিন হাশেমিকে পাঞ্জশির প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

পাঞ্জশিরের গভর্নর মোল্লা মুহাম্মদ শোয়েব আখুন্দকে লোগার প্রদেশের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে।

লোগারের গভর্নর মাওলানা ইনায়েতুল্লাহ সুজা একই প্রদেশের ডেপুটি গভর্নরের দায়িত্ব পেয়েছেন।

রাজনৈতিক কার্যালয়ের সাবেক সদস্য মাওলানা জিয়াউর রহমান মাদানী তাখারের গভর্নরের দায়িত্ব পেয়েছেন এবং তাখারের গভর্নর কারী মুহাম্মদ ইসমাইলকে রাসাখ জাওজান প্রদেশের পুলিশের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img