মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

মেক্সিকোতে ভূমিকম্পে ২ জনের মৃত্যু; ৩ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

মেক্সিকোতে ভূমিকম্পে ২ জনের মৃত্যু এবং তিন হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ একথা জানিয়েছে, দেশটিতে আঘাত হানা ভয়াবহ ২ ভূমিকম্পের বার্ষিকী পালনের দিন এটি আঘাত হানে। খবর এএফপি’র।

নাগরিক সুরক্ষা বিষয়ক জাতীয় সমন্বয়ক লরা ভেলাজকুয়েজ সাংবাদিকদের জানান, মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কলিমা রাজ্যের মঞ্জানিলোতে দেওয়াল চাপা পড়ে এক নারী মারা যান।

প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, এটি ভাল যে ভূমিকম্পটি অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও এতে বেশি প্রাণহানি ঘটেনি।

ভূমিকম্পনবিদরা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর রাজধানীর প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে এবং মিচোয়াকান রাজ্যের কোয়ালকমানের ৫৯ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগর উপকূলের কাছে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

সূত্র: বাসস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img