শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

অবশেষে আফগানিস্তানের রিজার্ভের অর্থ ফেরত দিচ্ছে আমেরিকা

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রিজার্ভের একটি অংশ ছেড়ে দিতে রাজি হয়েছে আমেরিকা। তবে এটি করা হবে তৃতীয় একটি পক্ষের পর্যবেক্ষণের শর্তের মাধ্যমে। সেটি হলে রিজার্ভের একটি বড় অংশ সুইস ব্যাংকের মাধ্যমে দেশটির প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। প্রথম দফায় ৩.৫ বিলিয়ন ডলার ফেরত দেয়া হতে পারে বলে জানা গেছে।

গত বছরের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের পুনঃ নিয়ন্ত্রণ নিলে বিদেশে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ আটকে দেয় আমেরিকা।

এই অর্থ ফেরত দেওয়ার জন্য বারবার দাবি জানিয়ে আসছিলো তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। সম্প্রতি বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনাও শুরু হয়। অবশেষে সুইস ব্যাংকের মাধ্যমে আফগানিস্তানের রিজার্ভ ফেরত দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

আলোচনার সঙ্গে জড়িত সূত্রগুলোর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ফ্রিজ করা সম্পদের একটি অংশ ছেড়ে দিতে সম্মত হয়েছে। ওয়াশিংটন এখন বিষয়টি নিয়ে কাজ করছে। এ তহবিল সম্ভবত সুইজারল্যান্ডের ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসকে (বিআইএস) ছেড়ে দেয়া হবে। এ অর্থ বিতরণের জন্য বিশেষজ্ঞদের একটি আন্তর্জাতিক বোর্ডও গঠন করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, এক্ষেত্রে তহবিলটি তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ ব্যবস্থার অধীনে বিতরণ করা হবে।

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারও জানিয়েছে, তৃতীয় পক্ষের তত্ত্বাবধানে তাদের আপত্তি নেই।

আফগানিস্তানের প্রায় ৯ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলোতে আটক রয়েছে। এই অর্থ ফেরত পেলে আফগানিস্তানের বিধ্বস্ত অর্থনীতি পুনরায় গঠনে কাজে লাগানো যাবে বলে বিশ্বাস করেন পর্যবেক্ষকরা।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img