বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

বর্ষণ চলবে আরও ২৪ ঘণ্টা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল কয়েকদিন ধরে দেশজুড়ে চলছে বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় দেশের সব জেলায়ই বর্ষণ অব্যাহত ছিল। কোথাও কোথাও হয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণ। আবহাওয়া অফিসের তথ্য বলছে, শুধু বরিশালেই গত ৫৪ ঘণ্টায় ঝরেছে ৪২৭ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি।

এই যখন অবস্থা তখনও আবহাওয়া অধিদফতর বলছে, আরও ২৪ ঘণ্টা চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেওয়া আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

তবে পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টিপাত প্রবনতা কমে আসবে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img