শনিবার, এপ্রিল ২০, ২০২৪

‘তবুও সব দোষ ফিলিস্তিনের’ : নোয়াম চমস্কির লেখা নিয়ে ইমরান খানের টুইট ভাইরাল

ফিলিস্তিনের গাজায় ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় ৫৩ জন শহীদ হয়েছেন যাদের মধ্যে ১০টি শিশুও রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে রয়েছেন বলে টুইট করেছেন।

ইমরান খান টুইটে লিখেন, ‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার সাথে আছে, আমরা ফিলিস্তিনের সাথে আছি’। এর সাথে বিখ্যাত মার্কিন বুদ্ধিজীবী নোয়াম চমস্কির একটি লেখাও জুড়ে দিয়েছেন ইমরান খান। এটি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

অনেক আগে নোয়াম চমস্কি ওই লেখায় গাজার এক বৃদ্ধ লোকের প্রদর্শন করা কিছু কথা উদ্ধৃত করেছিলেন। তা হলো-

“তোমরা আমার পানি কেড়ে নাও, আমার জলপাই গাছ পুড়িয়ে দাও, আমার ঘরবাড়ি ধ্বংস করো, আমার চাকরি থেকে বিতাড়িত করো, আমার জমি ছিনিয়ে নাও, আমার বাবাকে বন্দী করো, আমার মাকে মেরে ফেলো, আমার দেশে বোমা মারো, আমাদের সবাইকে ক্ষুধায় মারো, আমাদের সবাইকে অপমান করো, তবুও সব দোষ আমার (ফিলিস্তিনের) : আমি পাল্টা একটি রকেট ছুড়েছি (হামলা) বলে।”

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img