বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আফগানিস্তানে ৯ মাসে ৬ হাজার বেসামরিক নাগরিক হতাহত: জাতিসংঘ

আফগানিস্তানে চলতি বছরের প্রথম নয় মাসে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে প্রায় ৬ হাজার বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে হতাহতের এই তথ্য জানিয়েছে বিশ্ব সংস্থাটি।

ইউএন অ্যাসিসট্যান্স মিশন ইন আফগানিস্তানের (ইউএনএএমএ) প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আফগানিস্তানে ৫ হাজার ৯৩৯ জন হতাহত হয়েছেন, এদের মধ্যে ২ হাজার ১১৭ জন নিহত ও ৩ হাজার ৮২২ জন আহত।

ইউএনএএমএ’র ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, “বেসামরিক লোকদের ওপর ধ্বংসাত্মক প্রভাব সৃষ্টিকারি উচ্চমাত্রার সহিংসতা অব্যাহত আছে, আফগানিস্তান এখনও বেসামরিকদের জন্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী স্থানগুলোর মধ্যে রয়েছে।”

গত বছরের একই সময়ের তুলনায় এবার হতাহতের সংখ্যা ৩০ শতাংশ কম হলেও ইউএনএএমএ বলছে, গত মাসে কাতারের রাজধানী দোহায় সরকারি ও তালেবান মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা শুরু হওয়ার পরও সহিংসতা কমেনি।

হতাহতের অধিকাংশ ঘটনা ঘটেছে স্থলযুদ্ধে, এরপর আত্মঘাতী ও রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলায়, এবং আফগান বাহিনীর বিমান হামলায় বলে জানিয়েছে জাতিসংঘ মিশন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img