শনিবার, এপ্রিল ২০, ২০২৪

এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সাথে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৭টা ৪০ মিনিটে শুরু হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ইঞ্চিন বিকলের এ ঘটনা ঘটে। পরে পার্শ্ববর্তী স্টেশনে যাত্রা বিরতি দেওয়া বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন এনে ট্রেনটিকে সচল করে শ্রীপুর স্টেশনে আনা হয়।

তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। দুই মিনিট পর ৬টা ২৬মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। সামান্য দূর যেতেই আউটার সিগন্যালের কাছাকাটি পৌঁছা মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করছিল।

যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়লে পার্শ্ববর্তী বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি সচল করে শ্রীপুর স্টেশনে ফিরিয়ে আনা হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল ৭টা ৪০মিনিটে শুরু হয়। যমুনা এক্সপ্রেস ট্রেনটি এখন শ্রীপুর স্টেশনে রয়েছে। বলাকা কমিউটারের ইঞ্জিন রাজন্দ্রেপুর স্টেশনে পাঠানো হয়েছে। সেখানে অপেক্ষমান বলাকা কমিউটার ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে তিনি জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img