শনিবার, এপ্রিল ২০, ২০২৪

জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের একজন ভালো বন্ধু: ড. মোমেন

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশে ভোট নিয়ে যে মন্তব্য করেছেন, তা ‘সাদা মনে’ বলেছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, জাপানি রাষ্ট্রদূত বলেছেন, তিনি এটা শুনেছেন, কেউ তাকে বলেছে। নিশ্চয় কেউ তাকে এভাবে ব্রিফ করেছে। সেজন্য তিনি এটা বলে ফেলেছেন। কিন্তু তিনি আসলে বাংলাদেশের একজন ভালো বন্ধু।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

ড. মোমেন আরও বলেন, তিনি সাদা-সিধে মানুষ। জাপান-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং আরও গভীর হবে।

তারা এবার আমাদের প্রধানমন্ত্রী জাপান যাওয়ার পর একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে চায়। আমরাও তাদের পছন্দ করি। তারাও আমাদের পছন্দ করে।

এর আগে গত ১৪ নভেম্বর ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত ইতি নাওকি বলেন, নির্বাচন নিয়ে বৈশ্বিকভাবে জাপানের মতামতের একটা গুরুত্ব রয়েছে। নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার মতো ঘটনা না ঘটা এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করে জাপান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img