মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

পাকিস্তানের রাজনীতিবিদদের আচরণ পরিবর্তনের আহ্বান বিদায়ী সেনাপ্রধানের

পাকিস্তানের রাজনীতিবিদদের সেনাবাহিনী নিয়ে আচরণ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন দেশটির বিদায়ী সেনাপ্রধান কামার জাভেদ রশিদ বাজওয়া।

বুধবার (২৩ নভেম্বর) এক বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। আগামী ২৯ নভেম্বর ৬ বছরের দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন কামার বাজাওয়া।

বক্তব্যের শুরুতে কামার বাজওয়া বলেন, আমি শিগগিরই অবসরে যাচ্ছি। পাকিস্তানের রাজনীতিবিদদের সমালোচনা করে বাজওয়া বলেন, বিশ্বে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন করে ভারতের সেনাবাহিনী। অথচ তাদের জনগণ সেনাবাহিনীর কদাচিৎ সমালোচনা করে না।

বাজওয়া বলেন, ভারতের সেনাদের তুলনায় পাকিস্তানের সেনারা রাত-দিন জাতির সেবায় ব্যস্ত থাকে, তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত সমালোচনার মুখোমুখি হই।

তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সেনাবাহিনী, কখনও রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে অবস্থান এখনো তেমন আছে এবং ভবিষ্যতেও থাকবে।

কামার বাজওয়া বলেন, সেনাবাহিনীর সমালোচনা করা রাজনৈতিক দল এবং দেশের জনগণের অধিকার। কিন্তু ভাষা ব্যবহারে সতর্ক হওয়া উচিত। সেনাবাহিনী সম্পর্কে ইমরান খান ‘ফলস ন্যারেটিভ’ তৈরি করেছেন ইঙ্গিত দিয়ে বাজওয়া বলেন, সেখান থেকে এখন আবার তিনি বের হয়ে আসার চেষ্টা করছেন।

বক্তব্যে ইতিহাসের দিকে দৃষ্টি দিয়ে পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান বলেন, ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে কিছু বিষয় সংশোধন করতে চাই। ১৯৭১ সালে সামরিক নয়, রাজনৈতিক ব্যর্থতা ছিল। পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) আমাদের সেনাবাহিনী সাহসের সঙ্গে যুদ্ধ করেছিল।

সূত্র: ডন, জিও

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img