শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ফিলিস্তিনি কিশোরী হত্যার দ্রুত তদন্তের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

ইহুদবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি কিশোরী ফুল্লা মাসালমেহ হত্যার ঘটনার অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে ইহুদবাদী ইসরায়েলি সেনারা ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরী ফুল্লা মাসালমেহকে হত্যা করে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে মাসালমেহের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ফুলার ১৬ তম জন্মদিন উদযাপন করার কথা ছিল, “কিন্তু গতকাল (সোমবার) রামাল্লার কাছে ইসরায়েলি সৈন্যদের গুলিতে দুঃখজনকভাবে সে নিহত হয়।”

বিবৃতিতে আরো বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অত্যধিক প্রাণঘাতী শক্তি ব্যবহার করে থাকে। আরো বলা হয় ইসরায়েলের শিশুদের প্রয়োজনীয় সুরক্ষা, যত্ন, মর্যাদা ও তাদের জীবনের অধিকার নিশ্চিত করার উপর জোর দেয়া উচিত ।

বিবৃতিতে আরো বলা হয়, “এই ঘটনার দ্রুত তদন্ত হওয়া উচিত এবং জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।”

পনের বছর বয়সী ফুলা অধিকৃত পশ্চিম তীরের বিতুনিয়া শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়। এ বছরের শুরু থেকে ইসরায়েলি সেনাবাহিনী ১৫ জন কিশোরী সহ ৩৫ জন শিশুকে হত্যা করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img