মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ভর্তি চলছে ‘জামিয়াতুল আকাবির খিলগাঁও বাগিচা ঢাকা’ মাদরাসায়

ইনসাফ | শেখ আশরাফুল ইসলাম


রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত ‘জামিয়াতুল আকাবির খিলগাঁও বাগিচা ঢাকা’ -এর নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । ভর্তি কার্যক্রম অব্যহত থাকবে কোটা পূরণ সাপেক্ষে চলতি মাসের শেষ তারিখ পর্যন্ত।

দেশের শীর্ষস্থানীয় বুযুর্গ, হক্কানী ওলামায়ে কেরাম ও হাফেজ ক্বারীদের পরামর্শে পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ জানান, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত সিলেবাসের মাধ্যমে আমাদের মাদরাসার শিক্ষাকার্যক্রম পরিচালনা করা হয়। যেহেতু পরিবেশ একজন শিক্ষার্থীর মন-মস্তিষ্কের উপর প্রভাব ফেলে, তাই মাদরাসার নিজস্ব ভবনে মনোরম পরিবেশে আবাসিক ব্যবস্থা রয়েছে। যুগের চাহিদা পূরণে ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতার সাথে সাথে ইংরেজিসহ আরবী ও ফার্সি ভাষায় বক্তৃতাতে পারদর্শী করে তোলা হয়।

তিনি বলেন, মাদানী নেসাব ও কাদীম নেসাবের সাথে সমন্বয়তা বজায় রেখে আকাবিরদের অনুসরণ ও সুন্নতের পাবন্দীতে বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে আামদের মাদরাসা। আমল আখলাকের পূর্ণ গঠনের জন্য প্রতি সপ্তাহে মাদরাসায় সাপ্তাহিক জলসার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীর অভিভাবকদের সাথে প্রতিষ্ঠান কতৃপক্ষ নিয়মিত যোগাযোগ রক্ষা করে থাকে।

মাদরাসায় গরীব ও মেধাবী ছাত্রদের অতিরিক্ত সুবিধা রয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল।

মাদরাসায় ভর্তী সংক্রান্ত তথ্যাবলী:
১। ভর্তি ফরম ১০০/- টাকা
২। ভর্তি ফি পুরাতন ১৩০০/- টাকা (নতুন ১৬০০/- টাকা)
৩। বেফাক কুপন ২০/-
৪। এককালীন পুরাতন ৪০০/-, নতুন ৫০০/-
সর্বমোট= পুরাতন ১৮২০/- (নতুন ২২২০/-)

পুরাতন ছাত্ররা ইচ্ছে করলে মাদরাসায় উপস্থিত না হয়েও মোবাইলের মাধ্যমে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
মক্তব বিভাগ: মাওলানা সা’দ আহমদ সাহেব ০১৮৮৯১৭৫৫৭৭ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব ০১৩০৩৩৯২৩৫৭, ০১৯১১৯০০৫৮৭

হিফজবিভাগ: হাফেজ রুহুল আমিন সাহেব ০১৭৩২৮৭৭৯৬৯ হাফেজ আবু বকর সিদ্দিক সাহেব ০১৯৮৬৭৮৮২৫১
কিতাব বিভাগ: মাওলানা মোবারক হোসাইন সাহেব ০১৮২১৪৮২৮৫৩, ০১৮৭৫৮০৩৯০০ মাওলানা আব্দুল হামিদ সাহেব ০১৭২৪০৩২০৭১

সার্বিকযোগাযোগ
০১৩১০৮৫৫৪৮৫ (মুহতামিম)

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img