শনিবার, এপ্রিল ২০, ২০২৪

চলমান উত্তেজনার মধ্যেই বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন ও বাইডেন

বিভিন্ন ইস্যুতে নানা রকমের টানাপড়েন এবং উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৬ জুন জেনেভায় দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন।

হোয়াইট হাউজ এবং ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি এরইমধ্যে নিশ্চিত করা হয়েছে। জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম পুতিন এবং তার মধ্যে মুখোমুখি বৈঠক হবে।

এ বিষয়ে গতকাল (মঙ্গলবার) হোয়াইট হাউজের মুখপাত্র জেন পিসাকি একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে স্বাভাবিক ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার জন্য পুতিন এবং বাইডেনের মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে গুরুত্বপূর্ণ সব ইস্যু নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।

ক্রেমলিনের পক্ষ থেকেও এ বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক, কৌশলগত পরমাণু স্থিতিশীলতা এবং করোনাভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই ও আঞ্চলিক সংঘাতের মতো বিভিন্ন ইস্যু নিয়ে দুই নেতা আলোচনা করবেন।

সম্ভাব্য বৈঠকের তারিখ এবং স্থান নিয়ে প্রায় মাসব্যাপী দুপক্ষ নানান তথ্য এবং বক্তব্য আদান প্রদানের পর জেনেভায় ১৬ জুনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়।

উৎস, পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img