শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ব্রিটেনে করোনার টিকা নেওয়া প্রথম পুরুষ শেকসপিয়রের মৃত্যু

ব্রিটেনে করোনার টিকা নেওয়া প্রথম পুরুষ উইলয়াম শেকসপিয়র মারা গেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে কয়েক মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মৃত্যু হয় ৮১ বছর বয়সী শেকসপিয়ারের।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর ৮ ডিসেম্বর মধ্য ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার প্রথম ডোজ নেন তিনি। অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যেই প্রথম এ টিকা দেওয়া হয়। শেকসপিয়রের আগে প্রথম নারী হিসেবে এ টিকা পেয়েছিলেন ৯০ বছর বয়সী মার্গারেট কিনান।

গতবছর স্ট্রোক করার পর ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন শেকসপিয়র। গত বৃহস্পতিবার (২০ মে) সেখানেই তার মৃত্যু হয়েছে।

শেসপিয়রের স্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা পাওয়া প্রথম ব্যক্তিদের একজন হতে পেরে তার স্বামী খুবই কৃতজ্ঞ ছিলেন।

তিনি বলেন, এটা ছিল এমন এক বিষয়, যা নিয়ে তিনি গর্ববোধ করতেন। সংবাদমাধ্যমের খবর দেখে তিনি ভাবতেন, এটা হয়ত অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এক সময় রোলস-রয়েসে চাকরি করতেন আধুনিককালের এই শেকসপিয়র। তিনি ছিলেন শৌখিন চিত্রগ্রাহক ও জ্যাজ সঙ্গীতের ভক্ত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img