বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

রাজধানী ঢাকার বায়ুমানের কোনো উন্নতি নেই। বৃষ্টির কারণে কিছুটা উন্নতি হলেও বৃষ্টি না হলেই অস্বাস্থ্যকর অবস্থায় চলে যাচ্ছে বায়ুমান।।

বুধবার (৩১ মে) দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জনবহুল এ শহরটি।

সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬১ নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। মঙ্গলবারও ১৬৬ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর অবস্থায় ছিল ঢাকার বাতাস। ইন্দোনেশিয়ার জাকার্তা ১৬৪ স্কোর নিয়ে শীর্ষে এবং কুয়েতের কুয়েত সিটি ১৫৬ একিউআই নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এদিকে, ৩০১ থেকে ৪০০-এর এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img