শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নিরাপত্তা বেল্ট গড়ে তুলতে চায় তুরস্ক; লক্ষ্য উসমানী আমলের ন্যায় অর্ধ বিশ্ব

ইউরোপ, ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাকে কেন্দ্র করে নিরাপত্তা বেল্ট গড়ে তুলার আকাঙ্খা প্রকাশ করেছেন সদ্য নির্বাচিত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান যা উসমানী খেলাফত কর্তৃক অর্ধ বিশ্ব শাসনের কথা মনে করিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে।

গতকাল মঙ্গলবার (৩০ মে) তুর্কি প্রজাতন্ত্রের শত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন অফ চেম্বারস অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জের ৭৯ তম সাধারণ সভায় নিরাপত্তা বেল্ট গড়ে তুলার আকাঙ্খার কথা জানান তিনি।

পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তা কামনা করে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন, আমাদের লক্ষ্যে হলো ইউরোপ থেকে ভূমধ্যসাগর, ককেশাস-মধ্যপ্রাচ্য থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত শান্তি ও নিরাপত্তা বলয় তৈরি করা, শান্তি ও নিরাপত্তা বেল্ট গড়ে তুলা।

এছাড়া সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ২য় রাউন্ডে বিরোধী দল কর্তৃক তুরস্কের ইউরোপীয় ইউনিয়ন ভিসা জটিলতা ইস্যুতে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তা কাটিয়ে উঠতেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তুরস্কের সাধারণ জনগণ, ব্যবসায়ী ও রাজনৈতিক সমাজকে সাথে নিয়ে ভিশন ‘তুর্কি শতাব্দী’ বাস্তবায়ন করতে চান বলেও উল্লেখ করেন নির্বাচনে পশ্চিমা মিডিয়া কর্তৃক তীব্র প্রোপাগাণ্ডার কবলে পড়েও বিজয় অর্জনকারী এই নেতা।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠন প্রকল্পকে এখনো গুরুত্বের সাথে দেখছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিলুপ্তি পূর্ববর্তী সর্বশেষ ইসলাম খেলাফতের সর্বোচ্চ সীমা কনস্টান্টিনোপল থেকে আনাতোলিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ককেশাস এবং পূর্ব ইউরোপের অধিকাংশ এলাকাজুড়ে বিস্তৃত ছিলো। একারণে উসমানী খলিফা ও সুলতানদের অর্ধ বিশ্বের শাসক বলেও সম্বোধন করা হতো।

পুনরায় এসব এলাকাগুলোতে তুরস্ক কর্তৃক শান্তি ও নিরাপত্তা বলয় তৈরি তাই সবাইকে সেই পূর্বেকার উসমানী আমলের কথা মনে করিয়ে দিচ্ছে যখন অত্যাচারী শাসকরা উসমানীয়দের ভয়ে থর থর করে কাঁপতো।
নিষ্ঠুর সাম্রাজ্যগুলোও অত্যাচার ও নিষ্ঠুরতা প্রদর্শনের আগে দ্বিতীয় বার ভেবে দেখতে বাধ্য হতো। কেননা কেউ কোনোভাবে উসমানী খেলাফতের কাছে সাহায্য চেয়ে বসলে তাকে তারা ফিরিয়ে দিতো না। বরং পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠুর সাম্রাজ্যের ওই এলাকা দখলে নেওয়ারও নজির ইতিহাসে রেখে গিয়েছে তারা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img