শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

জানা গেলো হোয়াইট হাউজে ট্রাক নিয়ে হামলা চেষ্টাকারীর পরিচয়

জানা গেলো আমেরিকা প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে ট্রাক নিয়ে হামলার চেষ্টাকারীর পরিচয়।

বুধবার (২৪ মে) এবিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করে আমেরিকা।

রিপোর্টে বলা হয়, হোয়াইট হাউজে ট্রাক নিয়ে হামলার চেষ্টা চালানো ব্যক্তিটি ১৯ বছর বয়সী একজন ভারতীয় বংশোদ্ভূত তরুণ। তার নাম সাই ভার্শিত কান্দুলা। মিসৌরি রাজ্যের সেইন্ট লুইস শহরে তার বসবাস। হামলার উদ্দেশ্যে একটি ফ্লাইটে ওয়াশিংটন এসে ট্রাক ভাড়া করেছিলেন তিনি।

হোয়াইট হাউজ ও প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালনকারী গোয়েন্দা সংস্থা আমেরিকান সিক্রেট সার্ভিসের জিজ্ঞাসাবাদে ভার্শিত কান্দুলা জানান, হোয়াইট হাউজ কব্জায় নিয়ে রাষ্ট্রক্ষমতায় আরোহণ ও প্রয়োজন হলে প্রেসিডেন্ট হত্যা থেকে পিছপা না হওয়ার উদ্দেশ্যে গত ১মাস যাবত তিনি পরিকল্পনা সাজিয়েছিলেন।

এছাড়াও তিনি জানান, নাৎসিদের অসাধারণ ইতিহাস, দোর্দন্ডপ্রতাপে কর্তৃত্ব, একক বিশ্বব্যবস্থার থিউরি তাকে অনেক বেশি বিমোহিত করেছে। তাই হামলার সময় তিনি নিজের সাথে নাৎসি পতাকা রেখেছিলেন। আর অনলাইন থেকে ক্রয় করেছিলেন তিনি।

জানা যায়, সোমবার (২২ মে) হোয়াইট হাউজের লাফায়েত স্কয়ারের নিরাপত্তা বেষ্টনীতে একটি বড় ইউ-হাউল ট্রাক প্রচন্ড গতিতে হামলে পড়ে। দুই দুইবার সজোরে আঘাতের মাধ্যমে ট্রাকটি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হোয়াইট হাউজে ঢুকার চেষ্টা করে। পরবর্তীতে ব্যর্থ হলে ট্রাক চালক ভেতর থেকে বেরিয়ে এসে একটি নাৎসি পতাকা নিয়ে উড়াতে চেষ্টা করে।

এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ট্রাক নিয়ে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে হোয়াইট হাউজে প্রবেশের চেষ্টা করায় তৎক্ষনাৎ তাকে গ্রেফতার করে নিয়েছিলো ইউএস পার্ক পুলিশ।

গ্রেফতারের পর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে কোনো ধরণের অস্ত্র ও আশঙ্কাজনক কোনোকিছু খুঁজে পায়নি সিক্রেট সার্ভিসের এজেন্টরা।

লাফায়েত স্কয়ার হলো হোয়াইট হাউজের সেই অংশ যা বাইরে থেকে হোয়াইট দর্শনের জন্য সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকতো। এই স্থান থেকেই হোয়াইট হাউজের সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। তবে সম্প্রতি এই স্থানটি প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শনের সবচেয়ে উপযুক্ত স্থানে পরিণত হয়।

নিরাপত্তার দিক বিবেচনায় হোয়াইট হাউজের অতি নিকটে লোকসমাগম হ্রাস করার লক্ষ্যে ওই স্কয়ারের একটি নির্ধারিত সীমানা পর্যন্ত নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরাও করে দেয়া হয়েছিলো। মূলত সেসব বেষ্টনীতেই ট্রাক নিয়ে প্রচন্ড গতিতে হামলে পড়েছিলো ভারতীয় বংশোদ্ভূত সাই ভার্শিত কান্দুলা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img