বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

জামান পার্কে পুলিশ; আবারও গ্রেফতার হতে পারেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ইমরান খান দাবি করেছেন, পুলিশ তার বাসভবন জামান পার্ক ঘিরে রেখেছে। যেকোনও সময় তাকে গ্রেফতার করা হতে পারে।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ইউটিউব লাইভে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন।

ভাষণে ইমরান খান বলেছেন, আরেকবার তাকে গ্রেফতারের জন্য তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

তিনি দাবি করেছেন, হয়তো আবার গ্রেফতারের আগে এটিই আমার সর্বশেষ টুইট বার্তা।

ইমরান খান বলেন, আরেকবার আমাকে গ্রেফতার করতে পারে পুলিশ। গ্রেফতারের পূর্বে এটিই হয়তো আমার সর্বশেষ টুইট বার্ত। আজ আমি ভয় পাচ্ছি পাকিস্তান ধ্বংসের পথে রয়েছে। আমি আশঙ্কা করছি, আজ যদি সুবিবেচনার চর্চা না হয় তাহলে আমরা হয়তো একপর্যায়ে পৌঁছে যেতে পারি, যেখান থেকে ফেরা সম্ভব হবে না।

এর আগে ইসলামাবাদ হাইকোর্ট ৩১ মে পর্যন্ত ইমরান খানকে নতুন মামলায় গ্রেফতার করা যাবে না বলে আদেশ দিয়েছে। আদালতের এমন আদেশের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই দাবি করলেন।

লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কে উপস্থিত থাকা পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিনিধি নিশ্চিত করেছেন, পাঞ্জাব পুলিশ সেখানে উপস্থিত হয়েছে। পুলিশ কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img