শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আল-জাজিরার নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ইসরাইলী সেনারা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক নারী সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনারা। নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ।

ওই নারী সাংবাদিককে মাথায় গুলি করে হত্যার ঘটনাটিকে একটি পরিকল্পিত হত্যা বলে মন্তব্য করেছে আল-জাজিরা।

আল-জাজিরা জানিয়েছেন, পশ্চিমতীরের জেনিন শহরে ইসরায়েলের অভিযানের খবর সংগ্রহ করছিলেন শিরীন। এ সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

এবিষয়ে আল-জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, কি অবস্থায় শিরীনের মৃত্যু হয়েছে তা পরিষ্কার না। তবে ঘটনার ভিডিওতে দেখা যায় তার মাথায় গুলি লেগেছিল।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, শিরীন খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার (জাগরণ) শুরু থেকে তিনি আল-জাজিরার সঙ্গে কাজ করছিলেন।

এদিকে গুলিতে আহত হয়েছেন আরেক ফিলিস্তিনি সাংবাদিক। তিনি জেরুজালেম ভিত্তিক পত্রিকা আল-কুদসে কর্মরত আছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনের খবর সংগ্রহ করার সময় এ ঘটনা ঘটে।

একে পরিকল্পিত ও ঠাণ্ডা মাথায় খুন বলছে আল জাজিরা। গুলি করার সময় তার পরনে প্রেস লেখা ভেস্ট পরা ছিলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img