শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে শাহবাজের পরিবারকে নির্দোষ ঘোষণা করল এনএবি

মানি লন্ডারিংয়ের অভিযোগ থেকে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার পরিবারকে নির্দোষ ঘোষণা করল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

বুধবার (১০ মে) শাহবাজ শরীফ এবং তার পরিবারের সদস্যদের মানি লন্ডারিংয়ে বিষয়ে এনএবি এই ঘোষণা দেয় বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজ।

সূত্রে জানা যায়, আদালতে শাহবাজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের বিষয়ে একটি সম্পূরক প্রতিবেদন দাখিল করেছে এনএবি। সেই প্রতিবেদনে শাহবাজ শরীফ এবং তার পরিবারের সদস্যদের নির্দোষ দাবি করা হয়েছে। বিচারপতি কামার-উজ-জামান মামলার পরবর্তী শুনানি ২৪ মে পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন।

২০২০ সালের নভেম্বর মাসে শাহবাজ শরীফ এবং তার ছেলে হামজা শাহবাজের বিরুদ্ধে ২৫ বিলিয়ন রুপি মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর)।

২০২২ সালের মার্চ মাসে মানি লন্ডারিং মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছিল। সেই চার্জশিটে পাচারকৃত অর্থের পরিমাণ ২৫ বিলিয়ন থেকে কমিয়ে ১৬ বিলিয়ন রুপি উল্লেখ করা হয়।

সূত্র : এআরওয়াই নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img