বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে বাধ্য আফগানিস্তান : পাক-প্রতিরক্ষামন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান দোহা চুক্তি অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে বাধ্য বলে জানিয়েছেন পাক-প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

মঙ্গলবার (৭ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পাক-প্রতিরক্ষামন্ত্রী বলেন, আশা করি, আফগান সরকারের একটি প্রতিনিধিদল খুব শীঘ্রই পাকিস্তান সফর করবে। এ সফরের মূল উদ্দেশ্য সন্ত্রাসবিরোধী নীতি ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে পাকিস্তানের নিরাপত্তা অবস্থার অবনতি হয়েছে। সম্প্রতি পাক-প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল আফগান সফর করে। এ সফরে আফগান সরকারের সাথে নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সূত্র: কেপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img