শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ব্রিগেডিয়ার জেনারেল মুস্তফা কামাল বারকি

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তফা কামাল বারকি নিহত হয়েছেন। তিনি ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের সদস্য ছিলেন। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও ৭ নিরাপত্তাকর্মী।

মঙ্গলবার (২১ মার্চ) দেশটির ওয়াজিরিস্তান প্রদেশের আঙুর আদা শহরে এ ঘটনা ঘটে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ব্রিগেডিয়ার বারকি এপিএস হামলায় জড়িত সন্ত্রাসীদের নির্মূলে একটি অপারেশনে গিয়েছিলেন। সেখানে সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন। এ সময় তার সাথে থাকা আরো ৭ নিরাপত্তাকর্মী আহত হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য; নিহত ব্রিগেডিয়ার মুস্তফা কামাল বারকি ১৯৯৫ সালের ১২ অক্টোবর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন লাভ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে যান।

সূত্র : জিও নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img