রবিবার, এপ্রিল ২, ২০২৩

পাকিস্তান পুলিশের আসল উদ্দেশ্য আমাকে অপহরণ ও হত্যা করা : ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে এবং দ্বিতীয় দিনের মতো ইমরানকে রক্ষায় তার বাসভবন ঘিরে রেখেছেন সমর্থকরা।

এই পরিস্থিতিতে গ্রেপ্তারের পরিকল্পনাকে নিছক নাটক হিসেবে উল্লেখ করে ইমরান খান বলেছেন, পাকিস্তান পুলিশের আসল উদ্দেশ্য আমাকে অপহরণ ও হত্যা করা।

বুধবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের সমর্থক এবং পুলিশ সদস্যদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ অব্যাহত থাকায় পুলিশের পক্ষ থেকে আরও শক্তিশালী বাহিনীকে সেখানে ডাকা হয়েছে।

এদিকে ইমরান খান তার টুইটে পুলিশের ছোড়া বুলেটের ছবি প্রকাশ করেছেন এবং বলেছেন, এগুলোই পুলিশের খারাপ অভিপ্রায়ের বিষয়টি প্রমাণ করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img