শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ বানোয়াট: ইমরান খান

রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগটি বানোয়াট বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

গতকাল বিকেলে লাহোরে জামান পার্ক এলাকায় ইমরান খানের বাড়িতে তাকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক শ কর্মী-সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তাকে গ্রেপ্তার করতে না পেরে তার বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ।

ইমরান খান বলেন, বাড়ির সামনে এত পুলিশ এসেছে, মনে হচ্ছে পাকিস্তানের বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে এসেছে তারা। তবে আমি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি। আমাকে সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে আনা রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ বানোয়াট।

ইমরান খান আরও বলেন, আইন অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমি জামিন পেয়েছি। কিন্তু চার দিন আগেই পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করেছে। এটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া। বুধবার সকালে আমার আইনজীবীরা আদালতে এ পরোয়ানা চ্যালেঞ্জ করবেন।

উল্লেখ্য, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। এ অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি দায়রা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের নির্দেশের পর ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে পৌঁছায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img