বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

চন্দনাইশ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা আগামীকাল থেকে

মাহবুবুল মান্নান

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ চন্দনাইশস্থ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার ৪২ তম দুই দিনব্যাপী বার্ষিক সভা আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার (২১ ও ২২জানুয়ারি) মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী আব্দুল হালিম বোখারী প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন।

অন্যান্যদের মাঝে আরো বয়ান করবেন জামেয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতী শামশুদ্দিন জিয়া,সহকারী মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা মোস্তফা বিন নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা কাজ্বী আকতার হুসাইন, মাওলানা আব্দুল হাকিম চন্দনাইশী,মুফতী শামীম আল মামুন কাসেমী ফেনী,মাওলানা কারী নূরুল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন আযহারী, মাওলানা সৈয়দুল হক, মাওলানা নোমান জাহাঙ্গীর, মাওলানা আব্দুর রহীম চট্টগ্রাম, মাওলানা ফরিদ উদ্দীর মাসউদ চাটগামী প্রমুখ।

এছাড়াও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী (এমপি), চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী ও কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান উপস্থিতির কথা রয়েছে।

মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ তাহের আজিজি সভাকে সার্বিকভাবে সফল করার লক্ষে ধর্মপ্রান মুসলমানের স্বঃতুস্ফুর্ত উপস্থিতি কামনা করেছেন।

উল্লেখ, হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করা হবে। তা’ছাড়া তাহফীজুল কুরআন সংস্থার প্রতিযোগিতা, কিতাব বিভাগের কেন্দ্রীয়-আঞ্চলিক বোর্ড ও মাদরাসার বার্ষিক পরীক্ষায় গ্রেড মার্ক প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ পুরষ্কার প্রদান করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img