নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ক্রিস হিপকিন্স। দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের স্থলে নতুন নেতা হিসেবে ক্রিস হিপকিন্সকে বেছে নিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি।
বুধবার (২৫ জানুয়ারি) রাজধানী ওয়েলিংটনে একটি অনুষ্ঠানে ৪৪ বছর বয়সী ক্রিস হিপকিন্সকে শপথ বাক্য পাঠ করান নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর হিপকিন্স বলেছেন, এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও দায়িত্ব। আগামীর চ্যালেঞ্জগুলো নিয়ে আমি উজ্জীবিত ও উদ্দীপ্ত।
মহামারি করোনা মোকাবিলার জন্য চিপ্পি নামে পরিচিত হিপকিন্সের সুনাম রয়েছে। ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো পার্লামেন্টের জন্য নির্বাচিত হন। ২০২০ সালের জুলাইয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেন।
হিপকিন্সই প্রধানমন্ত্রী হিসেবে একমাত্র মনোনীত ব্যক্তি ছিলেন। রবিবার তার দলের এক বৈঠকে তাকে বেছে নেওয়া হয়।