শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আফগান বোরকা বিক্রির জন্য সমালোচনার শিকার অ্যামাজন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মহিলাদের জন্য বাধ্যতামূলক পোশাক হচ্ছে আফগানি বোরকা। কিন্তু এই আফগানি বোরকা বিক্রি করার জন্য ইসলামবিদ্বেষী নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছে অনলাইন জগতের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম অ্যামাজন।

অ্যামাজনের ব্যবসায়িক প্রচারমূলক বার্তাটিতে লেখা হয়েছিল, “প্রত্যেক মহিলার অবশ্যই সমস্ত আবরণ ঢাকতে হবে এমনকি চোখও”

লিন ও’ডোনেল নামক একজন সাংবাদিক অ্যামাজনের মালিক জেফ বেজোসকে টুইটারে ট্যাগ করে লিখেছেন, “আপনি কি সত্যিই আফগানিস্তানের মহিলাদের জোরপূর্ব পৃথকীকরণ থেকে অর্থ উপার্জন করছেন?”

খুসনুদ নামক একজন লিখেছেন, “এটি একটি জঘন্য বার্তা।” শ্রী মজুমদ নামে একজন লিখেছেন,” লজ্জা অ্যামাজন এর প্রতি।” এলিজাবেথ গ্রীন নামে একজন লিখেছেন, “আফসোস এটা অস্ট্রেলিয়াতে ও বিক্রি হচ্ছে”

চাদারি বা আফগানি বোরকা বর্তমান অ্যামাজন শপে বিক্রির জন্য রাখা হয়েছে যার গড় দাম প্রায় ৯৯ মার্কিন ডলার। এই আফগানি পোশাক গুলো তা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক ঢেকে রাখে শুধুমাত্র চোখ খোলা রাখে। যদিও সেখানে রয়েছে সুতার ব্যবহার।

উল্লেখ্য; আফগানিস্তানে অ্যামাজন না থাকায় এটি পশ্চিমা ক্রেতাদের কাছে বিক্রি করা হবে কি না তা নিয়েই মূলত শঙ্কায় পড়েছেন এসব নেটিজেনরা।

সূত্র: কেপি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img