বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংবিধান কাটাছেঁড়া করতে করতে এখন আর গণতন্ত্রের সংবিধান নেই। এটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার সংবিধান।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে বিএনপি’র কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। সরকার পতনের জন্য বিএনপির প্রস্তুতি ৯৯ ভাগ। সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীসহ দেশের জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ৭১ সালে অর্জিত গণতন্ত্র কলুষিত করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ ক্ষমতায় যাওয়া বা না যাওয়ার যুদ্ধ নয়। দেশের মালিক জনগণ। তারা যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে পছন্দের দলকে ক্ষমতায় আনবে। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতনে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন গয়েশ্বর চন্দ্র রায়।