শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

খুলনায় নাশকতার মামলায় বিএনপির ৬৬ নেতাকর্মী কারাগারে

খুলনায় নাশকতার মামলায় মহানগর ও জেলা বিএনপির দুই সদস্য সচিবসহ ৬৬ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই রায় প্রদান করেন।

জানা গেছে, গত বছরের ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় বিএনপির সমাবেশের পর খুলনা, লবনচরা ও হরিণটানা থানায় নাশকতার মামলা দায়ের হয়। মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবুসহ বিভিন্ন নেতাকর্মীকে এজাহারভূক্ত আসামি করা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, মহানগরীর ৮টি থানায় ৮টি গায়েবী মামলা করা হয়েছে। একইভাবে জেলার ৫টি থানায় ৫টি গায়েবী মামলা করা হয়েছে। এই মামলায় অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা অভিযুক্ত করা হয়েছে। শতাধিক নেতাকর্মী হাইকোর্টের জামিনে ছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় একইসাথে ৬৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। একসাথে এত নেতাকর্মীকে কারাগারে পাঠানোর এই ঘটনা নজির বিহিন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img