বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আজ থেকে জামিয়া পটিয়ায় তিনদিন ব্যাপী ৪৩তম হিফজুল কুরআন প্রতিযোগিতা

মাহবুবুল মান্নান


বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার উদ্যোগে ৩ দিনব্যাপী ৪৩তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধ,বৃহস্পতি ও শুক্রবার(১৮,১৯ ও ২০ জানুয়ারি) জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তাহফীজুল কুরআন সংস্থা সূত্রে জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পাঁচ শতাধিক মাদরাসা থেকে প্রায় ১২৬৮ জন প্রতিযোগী (১৫ পারা গ্রুপ) ও (৩০পারা গ্রুপে) অংশ গ্রহণ করছে।

পটিয়া হরিণখাইন তা’লীমুল কোরআন মাদরাসা হেফজ বিভাগের শিক্ষক মাওলানা হাফেজ হাসান জানিয়েছেন, তিনি প্রতিযোগিতায় দুই গ্রুপের জন্য দুইজন ছাত্র নিয়ে এসেছেন।প্রতিবছর তাদের ছাত্ররা সাফল্য অর্জন করেন। এইবার ও তিনি সেই সফলতা ধরে রাখার আশাবাদী।

প্রতি বছরের ন্যায় প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার ও সনদ প্রদানের পাশাপাশি সকল অংশগ্রহণকারীদেরকে সান্তানা পুরস্কার এবং তাদের শিক্ষকমণ্ডলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img