বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধ করার দাবি তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ

নিউইয়র্ক ভিত্তিক বেসরকারি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ আইসিসির কাছে আফগানিস্তান ক্রিকেট দলকে সব ফরম্যাট থেকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছে। যা পুরো ক্রিকেট বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে “আইসিসির উচিত আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা, যতক্ষণ পর্যন্ত তারা আফগান নারী ও মেয়েদের শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণের অনুমতি না দিচ্ছে।”

যদিও সংস্থাটির এমন উদ্ভট দাবির এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায় নি আইসিসি।

উল্লেখ্য; ২০২৩ সালের মার্চ মাসে আফগানিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে খ্যাত সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তা বাতিলের ঘোষণা দেয় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। উল্লেখ করা হয়েছে আফগানিস্তানের নারীদের ক্রিকেট বন্ধ করে দেওয়া এর অন্যতম কারণ।

সূত্র: ইন্ডিয়া পোস্ট ইংলিশ
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img