শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

উপনির্বাচনে হিরো আলমের প্রতীক একতারা

বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। সেই ভোটে লড়বেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক বরাদ্দ পেয়ছেন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এই প্রতীক তুলে দেন তার হাতে।

জানা গেছে, জেলা রিটার্নিং কর্মকর্তা গত ৮ জানুয়ারি হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। দুই আসনের প্রতিটিতে ন্যূনতম ১ শতাংশ ভোটারের সইসহ সমর্থনসূচক তালিকায় গরমিল আছে উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিল করলে নির্বাচন কমিশন শুনানির পর তা বাতিল করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img