বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আফগানিস্তানের সামরিক হেলিকপ্টারগুলো ফেরত দিতে হবে: মাওলানা ইয়াকুব

আফগানিস্তানের হেলিকপ্টারগুলো দেশটিকে ফেরত দেয়ার জন্য তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

আফগান প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মাওলানা ইয়াকুব তালেবানের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান মোল্লা মুহাম্মাদ ওমরের সন্তান।

তিনি মঙ্গলবার কাবুলে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “তালেবানের সহ্যের সীমা শেষ হয়ে এসেছে। আমাদেরকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করা উজবেকিস্তান ও তাজিকিস্তানের উচিত হবে না।”

তালেবান সরকার বলেছে, আফগানিস্তানে বর্তমানে ২০০টির বেশি হেলিকপ্টার রয়েছে যেগুলোর মধ্যে ৫০টিকে তারা সচল করে উড্ডয়নের উপযোগী করতে পেরেছেন।

কাবুল সম্প্রতি আরো বলেছিল, গত বছরের আগস্ট মাসে সাবেক আশরাফ গনি সরকারের পতনের সময় অন্তত ৪০টি হেলিকপ্টার প্রতিবেশী দেশ উজবেকিস্তান ও তাজিকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img