বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আফগানিস্তানে আইএসের ঘাঁটি থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে আফগান সরকার

আফগানিস্তানে আইএসের ঘাঁটি রয়েছে বলে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামআলী রহমান যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

আফগান সরকারের উপ মুখপাত্র বেলাল কারিমি এক টুইটার বার্তায় ইমামআলী রহমানের বক্তব্য নাচক করে দিয়েছেন বলে খবর দিয়েছে আফগান বার্তা সংস্থা আওয়া।

কারিমি এক টুইটার বার্তায় বলেছেন, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য আইএস আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে বলে ইমামআলী রহমান যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। কাবুল এই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছে।

তালেবান সরকারের এই মুখপাত্র বলেন, তাজিকিস্তান বা অন্য কোনো দেশকে আফগানিস্তানের ভূমি থেকে কেউ হুমকিগ্রস্ত করতে পারবে না।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট সোমবার তার ভাষায় আফগানিস্তানে আইএসের ঘাঁটি থাকার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর সীমান্তে অন্তত ছয় হাজার আইএস সদস্য অবস্থান করছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img