শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পাকিস্তানি বাহিনীর অভিযানে ১২ টিটিপি সদস্য নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) অন্তত ১২ জন নিহত হয়েছে

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাতে পাকিস্তানের লাক্কি মারওয়াতে টিটিপির একটি ঘাটিতে অভিযান চালায় ইন্টেলিজেন্স বেস অপারেশন (আইবিও)। এ সময় উভয়ের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এ বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনী ১২ জন টিটিপি সদস্যকে হত্যা করে। নিহতদের কাছ থেকে থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া নিরাপত্তাকর্মীদের মধ্যে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহত সদস্যরা টিটিপির অন্তর্গত ও ৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হত্যার সঙ্গে জড়িত ছিল। এছাড়াও তারা পাক সাজোয়া যানে হামলার পরিকল্পনা করছিল।

উল্লেখ্য; তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাধারণত পাকিস্তানি তালেবান নামে পরিচিত একটি সশস্ত্র সংগঠন। যারা পাক-আফগান সীমান্তে সক্রিয় রয়েছে। এটি ২০০৭ সালে বাইতুল্লাহ মেহসুদ কর্তৃক সংগঠিত হয়।

সূত্র : ডেইলি পাকিস্তান

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img