শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

নিউজিল্যান্ডের পাইলটকে জিম্মি করেছে ইন্দোনেশিয়ার বিচ্ছিন্নতাবাদী দল টিপিএনপিবি

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি) নিউজিল্যান্ডের ৩৭ বছর বয়সী পাইলট মিস্টার মাহর্টেন্সকে জিম্মি করে দুর্গম পার্বত্য এলাকায় আটক করে রেখেছে।

পাইলট মেহর্টেন্সের ৫ জন যাত্রী বহনকারী বিমানটি এনদুয়াগা প্রদেশে অবতরণ করার পর তাকে ধরে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদী দল টিপিএনপিবি। তবে যাত্রীরা স্থানীয় পাপুয়ান হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

টিপিএনপিবির একজন সদস্য বিবিসি ইন্দোনেশিয়াকে জানিয়েছে, পাইলট নিরাপদে রয়েছে। পশ্চিম পাপুয়ার স্বাধীনতার স্বীকৃতি না দেয়া পর্যন্ত তারা এ পাইলটকে মুক্তি দেবে না।

ইন্দোনেশিয়া প্রশাসন জানিয়েছে, তারা অনুসন্ধান ও উদ্ধার দল মোতায়েন করেছে। তবে দুর্গম এলাকা হওয়ায় কাজটি বেশ কঠিন।

সূত্র: বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img